ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি সোমা, সম্পাদক আজাদ

রফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৫ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি সোমা, সম্পাদক আজাদ

নাছিমা আক্তার সোমা ও আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক নাছিমা আক্তার সোমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজকের পত্রিকার মফস্বল সম্পাদক আবুল কালাম আজাদ।

 

সভাপতি পদে নাছিমা আক্তার সোমা ২৬৪ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইত্তেফাকের আব্দুল বারী পেয়েছেন ২২৫ ভোট।

 

আবুল কালাম আজাদ ২৪৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক নয়াদিগন্তের আমির হামজা পেয়েছেন ২১১ ভোট।

 

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সোমবার দুপুর ১টায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ভোটগ্রহণ শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 

ডিএসইসি নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন সহ-সভাপতি কে এম শহীদুল হক (বাসস), যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ এ কে এম ওবায়দুর রহমান (জনকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন (সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফা সুলতানা (সকালের খবর), দফতর সম্পাদক আবু কাউছার খোকন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম (নয়াদিগন্ত), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক অলক বিশ্বাস (ইত্তেফাক)।

 

কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ইদ্রিস মাদ্রাজি, দীপক ভৌমিক, নাসির উদ্দিন বুলবুল, আনজুমান আরা শিল্পী, মোমেনা আক্তার পপি, আরিফ আবেদীন জিসান, আলম হোসেন, দিলরুবা খান, বিপ্লব কুমার পাল, লাবিব রহমান ও সিদ্ধার্থ শঙ্কর ধর।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৫/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়